ঢাকা,৩ জানুয়ারি, ২০২১ (বাসস) : নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আগামী তিনদিনে সারাদেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাতের তাপমাত্রা আরো বাড়বে। এছাড়া আজ সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সর্বনি¤œ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেতুঁলিয়ায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপÑমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি একটা অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না।
Go to Source
January 3, 2021
6:01 PM