জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৯ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ সংযত থাকার আহ্বান জানিয়েছে।
শুক্রবার ইরানের বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়। ইরান এ হত্যাকান্ডের জন্যে ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে।
শনিবার জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, ‘আমরা সংযত থাকার এবং ওই অঞ্চলে উত্তেজনা বাড়ার মতো যে কোন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা বিচারবহির্ভূতসহ যে কোন হত্যাকান্ডের নিন্দা জানাচ্ছি।’
Go to Source
November 29, 2020
12:01 PM