মস্কো, ৯ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : পোল্যান্ড, জার্মানী ও সুইডেন প্রত্যেক দেশ পাল্টা পদক্ষেপ হিসেবে সোমবার রাশিয়ার কুটনীতিককে বহিষ্কার করেছে।
এর আগে অনুমোদনহীন সমাবেশে অংশ নেয়ার অভিযোগে রাশিয়া এসব দেশের কুটনীতিককে বহিস্কার করে।
এর পরই এসব দেশের পররাাষ্ট্র মন্ত্রণালয় তাদের স্ব স্ব টুইটার একাউন্ট থেকে রুশ কুটনীতিককে বহিষ্কারের কথা জানায়।
সুইডিশ পররাষ্ট্র মন্ত্রী অ্যান লিন্ডে বলেন, আমরা রুশ দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে চলে যাওয়ার কথা বলেছি। কেবলমাত্র দায়িত্বপালনের কারণে সুইডিশ রাষ্ট্রদূতকে অপ্রত্যাশিতভাবে বহিষ্কারের এটি স্পষ্টতই পাল্টা জবাব।
Go to Source
February 9, 2021
3:00 PM