সিউল, ২ মার্চ, ২০২১ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ায় সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩৪৪ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৯০ হাজার ৩৭২ জনে দাঁড়ালো। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, এ নিয়ে পরপর তিন দিন প্রাত্যহিক করোনা আক্রান্তের সংখ্যা ৪শ’ জনের নিচে রয়েছে। তবে সিউল ও এর পার্শ্ববর্তী জিওনগি প্রদেশে ছোট পরিসরে গুচ্ছ সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে গত ৮ নভেম্বর থেকে দেশটির আক্রান্তের সংখ্যা ১শ’র উপরে রয়েছে।
নতুন করে মোট সংক্রমণের ১২০ জন সিউলের এবং ১১১ জন জিওনগি প্রদেশের বাসিন্দা।
নতুন করে আক্রান্তের ২৫ জন বিদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় এসেছে। এনিয়ে বিদেশ থেকে দেশটিতে আসা মানুষের সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৭ হাজার ৮৮ জনে দাঁড়ালো।
দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৬০৬ জনে দাঁড়ালো। দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত্যু হার ১.৭৮ শতাংশ। দেশটিতে এ রোগ থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯০ শতাংশ।
Go to Source
March 2, 2021
12:02 PM