জাকার্তা, ৫ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : ইন্দোনেশিয়া ও প্রতিবেশি দেশ পূর্ব তিমুরে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানন। খবর এএফপি’র।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র রদিতিয়া দজাতি মেট্রো টিভিকে বলেন, বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরো বেড়ে যেতে পারে। কেননা, এ দুর্যোগে এখনো ৪২ জন নিখোঁজ রয়েছে।
এদিকে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত ছোট দ্বীপ রাষ্ট্র পূর্ব তিমুরের এক কর্মকর্তা জানান, দেশটিতে এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১৬ জনের মৃত্যু ঘটেছে।
দেশ দু’টিতে প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দেয় এবং ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যায়।
বর্ষা মৌসুম চলাকালে দক্ষিণপূর্ব এশিয়ায় বন্যা ও ভূমিধস একটি সাধারণ ঘটনা।
Go to Source
April 5, 2021
3:00 PM