আদ্দিস আবাবা, ৭ এপ্রিল, ২০২১ (বাসস ডেস্ক) : আফ্রিকায় মঙ্গলবার কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪২ লাখ ৮২ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে।
আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (আফ্রিকা সিডিসি) এ কথা জানিয়েছে।
আফ্রিকা সিডিসি আরো বলছে, আফ্রিকা জুড়ে করোনায় মারা গেছে ১ লাখ ১৪ হাজার ১২২ জন। সুস্থ হয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৮৮৫ জন।
উত্তর আফ্রিকা ও পূর্ব আফ্রিকার তুলনায় আফ্রিকার দক্ষিণাঞ্চলে সংক্রমণ বেশি। মধ্য আফ্রিকায় সংক্রমণ সবচেয়ে কম।
এদিকে আফ্রিকান দেশগুলো বিভিন্ন উৎস থেকে এ পর্যন্ত করোনা প্রতিরোধে ২৯.১ মিলিয়ন ভ্যাকসিন পেয়েছে। কোভ্যাক্স ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এসব ভ্যাকসিন আফ্রিকান দেশগুলো পেয়েছে বলে সিডিসি উল্লেখ করেছে।
উল্লেখ্য, আফ্রিকান ইউনিয়নের ৫৫ সদস্যের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সংস্থা আফ্রিকা সিডিসি।
Go to Source
April 7, 2021
12:04 PM